Tuesday, June 7, 2016

১৯০৮ তামাদি আইন (Limitation Act 1908)



Powered by www.LegalSeba.com

The largest online business legal service portal in Bangladesh


জেনে নিন তামাদি আইনের কিছু গুরুত্বপূর্ন তথ্য-
-তামাদি আইন ১৯০৮ সালের ৯ নং আইন। ৭ আগস্ট ১৯০৮ সালে এটি পাশ হয় এবং ১৯০৯ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়।
-তামাদি আইন, ১৯০৮ –এ মোট ধারা ২৯।
-তামাদি আইন, ১৯০৮ –এ মোট ১৮৩ টি অনুচ্ছেদ আছে এবংবর্তমানে ১ টি তফসিল আছে।
-৩টি ধারা এবং ২টি তফসিল বিলুপ্ত হয়েছে।
-তামাদি আইনের বিধান অনুসারে আপীল ও অন্যান্য দরখাস্তের দায়েরের ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায়।
-স্থাবর সম্পত্তির দখল পূনরুদ্ধারের তামাদি ৬ মাস [৩ নং অনুচ্ছেদে বলা আছে] ।
-ক্ষতিপূরনের মামলা দায়েরে তামাদি কাল ৯০ দিন [২ নং অনুচ্ছেদ] ।
-মানহানির দরুন ক্ষতিপূরনের মোকদ্দমার তামাদি কাল ১ বছর ।
-তামাদি আইনের ৬ ধারায় বৈধ অক্ষমতার (Legal Disability) বিধান আছে।
-তামাদি আইনের ১৪ ধারার বিধান মতে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশে পরিচালিত কার্যধারার সময় বাদ যাবে ।
-তামাদির বিরুদ্ধে প্রতারনার অজুহাত উত্থাপন করা যায় ১৮ ধারা মতে।
-আলো বাতাস প্রবেশ ও ব্যবহার চলাচলের পথ জলস্রোত, পানির ব্যবহার বিষয়ে ইজমেন্ট অধিকার কোন ধারায় বর্নিত তামাদি আইনের ২৬ ধারায়।
-তামাদি আইনের২৬ ধারায় সুখাধিকার অর্জন (Acquisition of right to easements) সংক্রান্ত বিধান আছে।
-দলিল রদ বা বাতিল করার তামাদি কাল ৩ বছর [তামাদি আইনের ৯১ অনুচ্ছেদে]।
-স্বত্ব সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা দায়েরর তামাদি কাল ১২ বৎসর [তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে বর্নিত আছে]।
-মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল এর তামাদি কাল ৭ দিন [১৫০ অনুচ্ছেদে] ।
-খালাসের বিরুদ্ধে আপীল দায়েরের তামাদি কাল ৬ মাস।
-একতরফা ডিক্রী রদের জন্য বিবাদী কতৃক দায়েরকৃত দরখাস্তের তামাদি কাল ৩০ দিন [তামাদি আইনের ১৬৪ অনুচ্ছেদে বলা হয়েছে]।



Visit www.legalseba.com for any Legal Support in Dhaka & Chittagong

Talk to Facebook Messenger Bot: m.me/LegalSebaCourtesy: Facebook post

1 comments:

Anonymous said...

Gulshan Dhaka wonr details 222.221.223.224.217.233.213.214.now