Powered by www.LegalSeba.com
The largest online business legal service portal in Bangladesh“নামজারি” কাকে বলে?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।
“জমা খারিজ”কাকে বলে?
যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
Visit www.legalseba.com for any Land or Real Estate Related Support in Dhaka & Chittagong
Talk to Facebook Messenger Bot: m.me/LegalSeba
1 comments:
NICE POST,
If you want to know Bengali better than Criminal Procedure and Penal Code, please visit the below site,
দন্ডবিধি
ফৌজদারী কার্যবিধি
Post a Comment